ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিতে যাচ্ছে ব্রাজিল

রুশ সামরিক অভিযানের কারণে ইউক্রেনের শরণার্থীদের মানবিক ভিসা দিতে যাচ্ছে ব্রাজিল। বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। এর ফলে ব্রাজিলে প্রবেশের পাশাপাশি দেশটিতে কাজের সুযোগ পাবেন ইউক্রেনীয় শরণার্থীরা।

আবেদনকারীরা ব্রাজিলে প্রবেশের ৯০ দিনের মধ্যে ১৮০ দিনের জন্য একটি অস্থায়ী ভিসা পেতে আবেদন করতে হবে। পরবর্তীতে দুই বছরের জন্য ওই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন। তারপরই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ থাকছে।

আদেশে বলা আছে, আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর আগে ইউক্রেনে অভিযানের ফলে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপে ব্যাপক সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। রাশিয়ার সারের ওপর ব্রাজিলের নির্ভরশীলতার কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমাদেশগুলোর প্রতি আহ্বান জানান বলসোনারো।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ব্রাজিল নিরপেক্ষ অবস্থানে আছে বলেও দাবি করে মস্কোর মিত্র দেশটি।

সূত্র: সিএনএন