আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার নির্বাচনের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবো কিশি বলেন, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি ৩০০ কিলোমিটার দূরত্বে গেছে।

কিশি আরও বলেন, পিইয়ংইয়ং এ বছর অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যা এই অঞ্চলের জন্য হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য। দ.কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সকাল ৮টা ৪৮-এর দিকে সুনান এলাকা থেকে পূর্ব সাগরে উৎক্ষেপণ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। যদিও জাপান ও দক্ষিণের এমন দাবির কোনও প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে কিম জন উনের দেশটি।

এদিকে আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। যেকোনও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার।

সূত্র: আল জাজিরা।