রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সঙ্গে ইরানের পরমাণু আলোচনার সম্পর্ক নেই: ব্লিঙ্কেন

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। রবিবার এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের শাস্তিমূলক ব্যবস্থা ইরানের সঙ্গে সহযোগিতার ক্ষতি করবে না; এ মর্মে শনিবার ওয়াশিংটনের কাছে লিখিত গ্যারান্টি দাবি করে রাশিয়া। এর একদিনের মাথায় বিষয়টি নিয়ে নিজ দেশের অবস্থানের কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য নেশন’ শোতে যুক্ত হয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইরানের পারমাণবিক চুক্তিতে পুনরায় ফিরে আসার সম্ভাবনার সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, এই বিষয়গুলো পুরোপুরি আলাদা। কোনোভাবেই এগুলো একটি অপরটির সঙ্গে যুক্ত নয়।