বেলারুশে তৃতীয় দফায় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

চলমান যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে তৃতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। আজ সোমবার বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি আলোচনা হবে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তৃতীয় দফার আলোচনার নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি জানায়নি কোনও পক্ষ। তবে এর আগের দুই দফার আলোচনা পশ্চিম বেলারুশের ব্রেস্ট অঞ্চলে অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত কোনও উল্লেখযোগ্য ফলাফল না আসলেও যুদ্ধরত এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনে সম্মত হয় উভয়পক্ষ।

তবে রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ মারিউপুল শহরের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রচেষ্টা রবিবারও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। ওই এলাকায় যুদ্ধবিরতি মেনে চলতে ব্যর্থ হওয়ায় একে অপরকে দোষারাপ করে রাশিয়া এবং ইউক্রেন।

শুধু মারিউপুলই নয় ইউক্রেনের খারকিভসহ বেশ কয়েকটি বড় শহরে ব্যাপক হামলা চালিয়ে অবরুদ্ধ করে ফেলেছে রুশ বাহিনী। এতে চরম মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্ধ হয়েছে বিদ্যুৎ, পানিসহ জরুরি পরিষেবা। কিয়েভের অভিযোগ, বেসামরিক স্থপনা লক্ষ্য করে নির্বিচারে গোলাবর্ষণ করছে রাশিয়া।