ইউক্রেনে ৭২৩ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদন বিশ্ব ব্যাংকের

রুশ আগ্রাসনের মুখে পড়া ইউক্রেনে ঋণ এবং মঞ্জুরি হিসেবে ৭২৩ মিলিয়ন ডলার অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশটির জন্য আরও তিন বিলিয়ন ডলারের আরেকটি প্যাকেজ অনুমোদনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর জন্য অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। এসব দেশ ১৭ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দিচ্ছে। এসব শরণার্থীর বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক।

বিশ্ব ব্যাংকের বরাদ্দ করা নতুন সহায়তার মধ্যে যুক্তরাজ্যের প্রতিশ্রুত ১০০ মিলিয়ন ডলারও রয়েছে। ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেন, ‘রুশ আগ্রাসনের কারণে সহিংসতা এবং চরম ভাঙ্গনের মুখে পড়া ইউক্রেন এবং তাদের জনগনকে সহায়তায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ।’

বিশ্ব ব্যাংক বলছে এই অর্ধ ইউক্রেন সরকারের গুরুত্বপূর্ণ সেবা চালিয়ে যেতে সহায়তা করবে। হাসপাতাল কর্মীদের বেতন পরিশোধ, বয়স্কদের পেনশন এবং স্পর্শকাতর জনগোষ্ঠীর জন্য সামাজিক কর্মসূচি চালানো যাবে এই অর্থ দিয়ে।

ওই প্যাকেজের মধ্যে রয়েছে ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ। এছাড়া যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ডের মঞ্জুরি রয়েছে ১৩৪ মিলিয়ন ডলার। এছাড়া জাপান দিয়েছে আরও একশ’ মিলিয়ন ডলার।

গত সপ্তাহে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন এই যুদ্ধ পৃথিবীর জন্য একটা বিপর্যয়। এতে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ পৃথিবীর জন্য খারাপ সময়ে এসেছে কারণ মুদ্রাস্ফীতি ইতোমধ্যেই বাড়ছে।’

সূত্র: বিবিসি