ইরাকের কুর্দি অঞ্চলে আঘাত হেনেছে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকারে করেনি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ অ্যাখায়িত করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কোনও স্থাপনা বা নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।

আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাতে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলগুলো নির্দিষ্টভাবে কোথায় পড়ে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে থাকা মার্কিন বাহিনী অতীতে রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ইরান সমর্থিত সমস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক মাস ধরে হামলার ঘটনা অনেকটাই কমে এসেছে। এর আগে ২০২০ সালে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। এটি মূলত ইরানের কমান্ডার সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই হামলা চালায় তেহরান।