পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পথে যুক্তরাজ্য

পোল্যান্ডে স্বল্প মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলছে যুক্তরাজ্য। ইউক্রেনের পার্শ্ববর্তী ন্যাটোর এই সদস্য দেশটিতে অবিলম্বে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়নের কথা জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদ সম্মেলনে ওয়ালেস বলেন, ‘আমরা প্রায় ১০০ সেনা নিয়ে পোল্যান্ডে স্কাই সাবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা যেন পোল্যান্ডের পাশে দাঁড়াতে পারি। রাশিয়ার আগ্রাসন থেকে দেশটির আকাশসীমা রক্ষা করতেই এমন পদক্ষেপ’।

সম্প্রতি পোল্যান্ডের সীমান্তের একেবারে কাছাকাছি ইউক্রেনের লভিভের একটি বৃহৎ সামরিক ঘাঁটিতে ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ৩৫ জনের বেশি মানুষ নিহত হন। ন্যাটোর কোনও দেশের পাশে মস্কোর এ ধরনের হামলায় নড়েচড়ে বসে জোটটি।

এরই অংশ হিসেবে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাজ্য