ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো দায়ী: প্রেসিডেন্ট রামফোসা

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জন্য এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। বৃহস্পতিবার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিমা জোটটির সমালোচনা করেন।

রামফোসা বলেন, ন্যাটো যদি বছরের পর বছর ধরে তার নিজের নেতা এবং কর্মকর্তাদের মধ্যে থেকে তাদের মস্কোর পূর্বমুখী সম্প্রসারণ যে বৃহত্তর অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে, সে বিষয়ে মনোযোগ দেয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, এই আগ্রাসনে সংকটের কারণগুলো বোঝা গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে রাশিয়ার আগ্রাসনের সঙ্গে একমত। আমরা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে প্রশ্রয় দিতে পারি না।

রাশিয়ার একাধিক মিত্র দেশ এর আগেও চলমান পরিস্থিতির জন্য ন্যাটো এবং পশ্চিমাদের দায়ী করে। পার্লামেন্টে প্রেসিডেন্ট রামফোসা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে চাইলে মধ্যস্থতা করতে পারে দক্ষিণ আফ্রিকা।

সূত্র: আল জাজিরা।