ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকট ছড়িয়ে পড়বে: ফ্রান্স

বিশ্বের বড় দুই খাদ্যশস্য উৎপাদনকারী দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দুনিয়াজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ’র কৃষি সম্মলনের আগে এমন আভাস দিলেন ফ্রান্সের কৃষিমন্ত্রী জুলিয়ান দেনরোমাদি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছ সংবাদমাধ্যম আল জাজিরা।

খাদ্য পরিস্থিতি নিয়ে এক ভিডিও কনফারেন্সে ইউক্রেনের সঙ্গে আলাপ করবেন ইউরোপীয়ন ইউনিয়নের মন্ত্রীরা।

এদিকে শুক্রবার বিশ্ব খাদ্য প্রোগ্রাম কর্মসূচি জানিয়েছে, ইউক্রেনের খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। ক্রমাগত বোমা হামলায় গুরুত্বপূর্ণ সেতু, ট্রেন, অনেক গ্রোসারি স্টোর, খাদ্য গুদাম ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মুদির দোকান খাদ্য শূন্য হয়ে পড়ায় সংকটের দেশটির মানুষ।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযানের ফলে দেশটিতে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। রাশিয়ার বোমা হামলায় মারাত্মক ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। দেশটিতে অভিযানের কারণে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে চলছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে আমদানি রফতানি খাতে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

সূত্র: রয়টার্স