ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। মঙ্গলবার ৬.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী তাইপেতেও অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর উৎপত্তি উপকূল থেকে প্রায় ৫ মাইল দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের দিকে।

ভূমিকম্পের ফলে রাজধানীর ভবনগুলো কেঁপে উঠে। তাইওয়ানের আব্হাওয়া বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি। কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। পরবর্তীতে আফটার শকের কথা জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। অনেকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ। তাইওয়ানে ১৯৯৯ সালে একই ঘটনায় দুই হাজারের বেশি মানুষ নিহত হন।

সূত্র: ইনডিপেনডেন্ট