ইউক্রেন যুদ্ধ: বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইইউ

ইউক্রেন ইস্যুতে বুধবার উচ্চ পর্যায়ের সংলাপে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ইউক্রেনে ক্রেমলিনের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়াম এবং পোল্যান্ডে ইউরোপের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যেই সংলাপ শুরু হতে যাচ্ছে। বুধবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের হয়ে নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ অবসানে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবারের বৈঠকের আলোচনার বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিয়েভ ও চেরনিহিভে সামরিক অভিযান ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। আর হামলা থেকে সুরক্ষার আন্তর্জাতিক নিশ্চয়তা সাপেক্ষে নিরপেক্ষ অবস্থান নেওয়ার প্রস্তাব দেয় ইউক্রেন। যদিও কিয়েভের বাসিন্দারা ইতোমধ্যে অভিযোগ করেছেন, এখনও থেমে থেমে রাজধানীতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা।