ইউক্রেনে ট্যাংক পাঠাচ্ছে জার্মানি

অবশেষে ইউক্রেনে যুদ্ধ ট্যাংক সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই ৫৬টি ট্যাংক ইউক্রেনে সরবরাহ করা হবে। শুক্রবার এখবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্যাংগুলো পিবিভি ৫০১ মডেলের। শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মান সেনাবাহিনী থেকে পাওয়া ট্যাংকগুলো সুইডেনের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে চেক প্রজাতন্ত্রের কাছেও বিক্রি করা হয়। এখন ওই ট্যাংকগুলো ইউক্রেনে সরবরাহ করা হবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য।

কোনও যুদ্ধরত দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার সামরিক সরঞ্জাম পাঠানোর অনুমতি দিয়েছে জার্মান সরকার। শুধু ট্যাংকই নয়, ইউক্রেনকে আরও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তার কথা জানিয়েছে জার্মানি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ মিত্র দেশগুলো। কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।