ইউক্রেন আবারও ঘুরে দাঁড়াবে: বরিস জনসন

পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানাতে তার এই সফর। শনিবার কিয়েভ সফরে গিয়ে বরিস বলেন, ‘ইউক্রেন আবারও ঘুরে দাঁড়বে। ইউক্রেনের প্রতি সমর্থনের পাশাপাশি রাশিয়ার ওপর সপ্তাহে সপ্তাহে চাপ বাড়াবে যুক্তরাজ্য’। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমার কোনও সন্দেহ নেই একটি স্বাধীন স্বার্বভৌম ইউক্রেন আবারও ঘুরে দাঁড়াবে। ইউক্রেনের জনগণের সাহসিকতার জন্য ধন্যবাদ'।

ইউক্রেনে যুদ্ধ চলার মধ্যেই আকস্মিক কিয়েভ সফরে যান বরিস। কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী বরিস। শনিবার এই দুই নেতার মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। ইউক্রেনকে আরও মানবিক এবং প্রতিরক্ষামূলক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রুশ অভিযানের প্রথম থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে ব্রিটেন। ইতোমধ্যে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেছে বরিস সরকার।