ইউক্রেনকে অস্ত্র দেবে না দক্ষিণ কোরিয়া

ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে সিউলের ‘সীমাবদ্ধতা’ রয়েছে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সময় এমনটাই জানালেন তিনি।

কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপে বিমান বিধ্বংসী অস্ত্র সহায়তার অনুরোধ করেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তবে কিয়েভে সামরিক সহায়তা পাঠানো নিয়ে আগেই প্রত্যাখান করে সিউল। যদিও চলমান যুদ্ধে দেশটিতে মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রেখেছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে আজ সোমবার ভার্চুয়ালি ভাষণ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অস্ত্র দিয়ে সহায়তায় তিনি আবারও সিউলের আহ্বান জানাতে পারেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ ইউক্রেনে সামরিক এবং মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়া ইউক্রেনের মিত্র দেশ হলেও এখন পর্যন্ত কোনও সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসেনি। গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযানে নামে রুশ বাহিনী। এখন পর্যন্ত হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি।

সূত্র: আল জাজিরা।