অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনার বিরুদ্ধে লড়াই করা এক ব্রিটিশ সেনাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে রুশ টেলিভিশনে দেখানো হয়েছে। সেখানে শন পিনার নামে এই ব্রিটিশ সেনা বলেছেন তিনি ইউক্রেনীয় মেরিন সেনাদের সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন। শনিবার রাতে রুশ সংবাদমাধ্যমে দেখানো, ৪৮ বছর বয়সী সাবেক এই ব্রিটিশ সেনাকে ক্লান্ত দেখা গেছে।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি শন পিনার। যুক্তরাজ্যের নাগরিক। মারিউপোলে ধরা পড়ি। আমি ইউক্রেনীয় মেরিনের ৩৬ ব্রিগেড ফার্স্ট ব্যাটেলিয়নের অংশ।’ তিনি আরও বলেন, ‘আমি পাঁচ-ছয় সপ্তাহ ধরে মারিউপোলে লড়াই করছি আর বর্তমানে আমি ডনেস্ক পিপলস রিপাবলিকে আছি।’
ভিডিওটি কখন ধারণ করা হয়েছে কিংবা কিভাবে পিনার ধরা পড়েছেন তা স্পষ্ট নয়। তিনি তার বন্ধু আইডেন আসলিনের (২৮) সঙ্গে যুদ্ধ করছিলেন। নটিংহামশাহারের বাসিন্দা আসলিন গত সপ্তাহে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তার ব্যাটেলিয়নের গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় তারা আত্মসমর্পণ করেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ কার্যালয় জানিয়েছে, তারা আটক হওয়া দুই নাগরিককে সহায়তা দিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। তবে যুদ্ধের কারণে ইউক্রেনে ব্রিটিশ নাগরিকদের তথ্য পাওয়া কিংবা কনস্যুলার সেবা দেওয়া যুক্তরাজ্যের জন্য কঠিন হয়ে উঠেছে।
বেডফোর্ডশায়ারের বাসিন্দা পিনার প্রায় চার বছর আগে ইউক্রেনে পাড়ি জমান এবং ডনবাসে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
সূত্র: গার্ডিয়ান