লভিভে চারটি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার: গভর্নর

ইউক্রেনের লভিভে চারটি মিসাইল আঘাত হেনেছে বলে দাবি করেছেন গভর্নর ম্যাক্সি লেভিটস্কি। নিজের টেলিগ্রাম পোস্টে সবাইকে নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। হামলায় নিহত হয়েছেন ৬ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পশ্চিম লভিভে পাঁচটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। লভিভে থাকা সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক জানিয়েছে, বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের ৪৫ মিনিট আগে বিমানের সাইরেন বেজে উঠে। আতঙ্কে ঘর-হোটেল ছেড়ে অনেককে রাস্তা নেমে আসতে দেখা গেছে। লভিভে বিমান হামলার সাইরেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

পোল্যান্ডের পার্শ্ববর্তী অঞ্চল লভিভ। ইউক্রেনের অন্যান্য জায়গার তুলনায় লভিভে তুলনামূলক নিরাপদ। যদিও লভিভে এখন রুশ মিসাইল হামলায় ভীতি ছড়িয়ে স্থানীয়দের।