পুতিনের দুই মেয়ের ওপর কানাডার নিষেধাজ্ঞা

ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী। মস্কো রীতিমতো ঘোষণা দিয়েই নতুন করে সামরিক অভিযানের কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে পুতিনের কন্যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। একইসঙ্গে ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। বুধবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের নাম মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫)। এর আগে যুক্তরাষ্ট্রও তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেন রুশ বাহিনীর অভিযানের জেরেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন করে নিষেধাজ্ঞা এবং অস্ত্র পাঠানোর প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গভীর যোগাযোগ রেখেছে কানাডা। পাশাপাশি ইউক্রেনের কী প্রয়োজন এ বিষয়ে তৎপর রয়েছে। প্রতিশ্রুতির বিষয়ে সামনে আরও বিস্তারিত জানাবো'।

প্রধানমন্ত্রী ট্রুডো আরও বলেন, ইউক্রেনীয়রা বীরের মতো লড়াই করেছে।

চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য সম্প্রতি অস্ত্র এবং অন্যান্য সহায়তাও পাঠিয়েছে কানাডা সরকার। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটি।