রাশিয়ার ওপর নির্ভরতা কাটাতে আফ্রিকার গ্যাস চায় ইতালি

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে চাইছে পশ্চিমা দেশগুলো। নতুন জ্বালানি চুক্তির জন্য রাশিয়ার বিকল্প খুঁজতে শুরু করেছে তারা। বিকল্প হিসেবে আফ্রিকার গ্যাস চাইছে ইতালি। বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার মধ্য আফ্রিকার উদ্দেশে যাত্রা করেছেন দেশটির মন্ত্রীরা।

ইতালির প্রায় ৪৫ শতাংশ গ্যাসের যোগান দেয় রাশিয়া। তবে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার বিকল্প হিসেবে অ্যাঙ্গোলা ও কঙ্গো প্রজাতন্ত্রকে নতুন সরবরাহকারীর তালিকায় যুক্ত করতে চাইছেন।

রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মারিও দ্রাঘি বলেন, ‘আমরা আর রাশিয়ান গ্যাসের ওপর নির্ভর করতে চাই না। কারণ অর্থনৈতিক নির্ভরতা রাজনৈতিক বশ্যতা হওয়া উচিত নয়। বৈচিত্র্য আনা সম্ভব।’

কোভিডে আক্রান্ত হওয়ায় মারিও দ্রাঘি নিজে আফ্রিকায় এ সফরে যেতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও এবং পরিবেশগত পরিবর্তন বিষয়ক মন্ত্রী রবার্তো সিঙ্গোলানিকে পাঠাচ্ছেন। তাদের বুধবার মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা এবং বৃহস্পতিবার কঙ্গো সফরে যাওয়ার কথা রয়েছে। সূত্র: ফ্রান্স ২৪।