কিয়েভে আবারও ব্রিটিশ দূতাবাস খোলার ঘোষণা বরিস জনসনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়ে বলেছেন, শিগগিরই কিয়েভে আবারও চালু হচ্ছে ব্রিটিশ দূতাবাস।ভারত সফরে থাকা বরিস জনসন সংবাদ সম্মেলনে বলেন, কিয়েভে রুশ বাহিনীকে প্রতিরোধে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের জনগণের অসাধারণ দৃঢ়তার প্রতিফলন। এই সফলতার অর্থ হলো আমি আজ ঘোষণা করতে পারি যে খুব অল্প সময়ের মধ্যে রাজধানী কিয়েভে আমাদের দূতাবাস আবারও খুলবো।

ইউক্রেনে যুদ্ধের মধ্যেও দেশটির অন্য কোনও অঞ্চলে থেকে যাওয়া ব্রিটেনের কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে সোমবার স্পেন জানিয়েছে, তারা আগামী কয়েকদিনের মধ্যেই পুনরায় দূতাবাস খুলতে যাচ্ছে কিয়েভে। একই ঘোষণা দিয়ে ফ্রান্স জানিয়েছে, বড়দিনের পরে লভিভ থেকে আবারও কিয়েভে সরিয়ে নেওয়া হবে তাদের দূতাবাস। অন্যদিকে গত মার্চের ২৮ তারিখেই কিয়েভে দূতাবাস চালু করেছে স্লোভেনিয়া।

সূত্র: সিএনএন