পোল্যান্ডে ট্যাংক পাঠানো পাগলামি পরিকল্পনা নয়: ব্রিটিশ জেনারেল

পোল্যান্ডে 'চ্যালেঞ্জার ২ ট্যাংক' পাঠানোকে পাগলামি পরিকল্পনা নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের এক জেনারেল। ব্রিটেনের জয়েন্ট ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল স্যার ক্রিস ডেভেরেল বলেন, আমি মনে করি না একটি পাগলামি পরিকল্পনা।

বিবিসির রেডিও-৪ টুডের অনুষ্ঠানে তিনি বলেন, উদ্বৃত্ত ট্যাংকগুলোর ৭৯টি ছেড়ে দিতে পারে ব্রিটেন। তবে তিনি সতর্ক করে বলেন, চ্যালেঞ্জার ২এস ব্যবহারে আত্মবিশ্বাসী হয়ে উঠতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে পোল্যান্ডের। আর সে পর্যন্ত টি৭২ ট্যাংক হস্তান্তর করতে নাও চাইতে পারে ব্রিটেন।

এদিকে ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্র্যাঙ্ক গ্র্যান্ডার শুক্রবার লিখেছেন, ট্যাংক পাঠানো খবুই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে। পোল্যান্ড ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ এবং ন্যাটোর সদস্যভুক্ত। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ফলে নিরাপত্তার জেরে পোল্যান্ডে সম্প্রতি বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 

সূত্র: আল জাজিরা।