ইউক্রেনের বিজয়ে বার্লিনকে সক্ষমতার সবটুকু করতে হবে: জার্মানির অর্থমন্ত্রী

জার্মানির নিজের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলে অবশ্যই ইউক্রেনকে সহায়তা করা উচিত বলে মনে করেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে জয়লাভের জন্য ইউক্রেনকে সহায়তায় বার্লিনকে ক্ষমতার সবটুকু করতে হবে, তবে নিজস্ব নিরাপত্তা এবং ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতাকে বিপন্ন না করে’।

শনিবার বার্লিনে সংবাদ সম্মেলনে লিন্ডার বলেন, ইউক্রেনকে বিজয়ী করতে আমাদের সবকিছু করতে হবে। যা সম্ভব... অবশ্যই আমাদের ইউরোপীয় মিত্রদের একসেঙ্গে দ্রুত করতে হবে। যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইউক্রেনকে ভারী অস্ত্র দিয়ে সহায়তার পক্ষে, তবে জার্মানি যুদ্ধের পক্ষ নেবে না।

ইউক্রেন যুদ্ধে এই প্রথমবার কোনও সংঘাত কবলিত দেশে অস্ত্র দিয়ে সহায়তার নজির স্থাপন করে বার্লিন।

সূত্র: আল জাজিরা।