সিরিয়ায় প্রবেশে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া

এখন থেকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার কোনও বেসামরিক-সামরিক বিমান সিরিয়ায় ঢুকতে পারবেন না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, নিজেদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা দিয়েছে আঙ্কারা। 

মেভলুত কাভুসোগলু বলেন, সিরিয়ায় যেতে রুশ সামরিক ও বেসামরিক বিমান চলাচলে তুরস্কের আকাশসীমা বন্ধ করে দিয়েছি আমরা। তাদের সব রকম বিমানের জন্য এই নিষেধাজ্ঞা তিন মাসের জন্য বহাল থাকবে।

তার দেশের এই সিদ্ধান্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানিয়েছেন এবং ল্যাভরভ তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন। তুরস্কের পক্ষ থেকে এমন ঘোষণার পর কোনও প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। তুরস্ক এমন পদক্ষেপ কেন নিলো তা পরিষ্কার করেননি কাভুসোগলু।

২০১১ সাল থেকে সিরিয়ায় যুদ্ধ অব্যাহত আছে। সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে আসছে বলে দাবি আঙ্কারার। যুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে দেশটির বেশিরভাগ শহর।

সূত্র: আল জাজিরা