এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির ‘গুরুত্বপূর্ণ’ ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। রবিবার নিজের টুইটারে অ্যাকাউন্টে একথা জানান তিনি।

জেলেনস্কি লিখেছেন, পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের আলোচনার আগে আমি গুরুত্ব দিয়েছি মারিউপোল থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার ওপর। আজভস্টল স্টিল কারখানাসহ আটকে পড়া সেনাদের অবিলম্বে বন্দি বিনিময়।

শনিবার জেলেনস্কি আবারও হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, আজভস্টলে ইউক্রেনীয় সেনাদের ধ্বংস করা হলে মস্কোর সঙ্গে যেকোনও আলোচনা থেকে ইউক্রেন নিজেকে প্রত্যাহার করবে।

রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তুরস্কের। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এরদোয়ান।

এমন এক উদ্যোগ গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল।