এবার রুশপন্থী হ্যাকারদের সাইবার হামলার শিকার রোমানিয়া

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে দফায় দফায় সাইবার হামলা চালিয়েছে রুশপন্থী হ্যাকাররা। এবার কিয়েভের মিত্র রোমানিয়াতেও সাইবার হামলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতি রোমানিয়ার সমর্থন দেওয়ায় দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে রুশপন্থী একটি সাইবার ক্রাইম গ্রুপ। এতে করে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত পুলিশ এবং রেলওয়েসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কয়েক মিনিটের জন্য অফলাইন হয়ে যায়।

রোমানিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সংস্থাগুলো সিরিজ সাইবার হামলার শিকার হয়েছে।

এদিকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির সরকারের সঙ্গে যুক্ত কয়েকটি হ্যাকার গ্রুপ ইউক্রেনের বিরুদ্ধে শত শত সাইবার হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি রুশপন্থী রাষ্ট্রের কুশীলবদের ইউক্রেনের বিরুদ্ধে ২৩৭টিরও বেশি অপারেশন শুরু করতে দেখেছি।’ এই ধরনের আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মাইক্রোসফট।