রাশিয়ার বিজয় দিবসে জার্মান চ্যান্সেলরকে কিয়েভ সফরের আহ্বান জেলেনেস্কির

রাশিয়ার বিজয় দিবস আগামী ৯ মে। সেই দিন জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজকে রাজধানী কিয়েভ সফরের আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

তাকে ‘শক্তিশালী পদক্ষেপ’ নিতে ৯ মে কিয়েভ সফরের আমন্ত্রণ জানালেন জেলেনস্কি। তবে এ বিষয়ে বার্লিন থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে আসছে রাশিয়া। দিনটিতে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করে রুশ সরকার। সেখানে ভাষণ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আগামী রবিবার বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকটি ভার্চুয়ালি হতে যাচ্ছে বলে জানান জার্মান সরকারের মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান।