সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা চুক্তি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে সুইডেন ও ফিনল্যান্ডের একটি নতুন চুক্তির বিষয়ে তিনি সম্মত হয়েছেন। হামলা হলে উভয় দেশের সেনাবাহিনীকে সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন বলে বুধবার জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বুধবার জনসন যখন এসব কথা বলেন তখনও তিনি এই নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। তিনি সুইডেন ও ফিনল্যান্ড সফরে রয়েছেন। তিনি এই নতুন চুক্তিকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় এক ধাপ পরিবর্তন।

এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা অবিচল ও দ্ব্যর্থহীন। এই নিরাপত্তা ঘোষণাগুলো স্বাক্ষর করা আমাদের দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি আশ্বাসের একটি প্রতীক।

ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সংকট বা হামলার শিকার হলে দুই দেশের সশস্ত্রবাহিনীকে সহযোগিতায় যুক্তরাজ্যের অভিপ্রায় নির্ধারণ করবেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সুইডেন ও ফিনল্যান্ড তাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখার বিষয়ে পুনরায় ভাবতে বাধ্য হচ্ছে। উভয় দেশ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের কথা বিবেচনা করছে। দেশ দুটি উদ্বিগ্ন, আবেদন করার পর জোটে যোগদানের প্রক্রিয়া শুরু হলে তারা ঝুঁকিতে থাকবে। জোটে যোগদানের এই প্রক্রিয়া সম্পন্ন হতে বছর খানেক সময় লাগতে পারে।  

যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছে সুইডেন।

ব্রিটিশ বিবৃতিতে বলা হয়েছে, নতুন ব্যবস্থাপনায় গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করবে। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, মহড়া ও মোতায়েনকেও গতিশীল করবে।