ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ার জন্য হুমকি: ক্রেমলিন

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের সিদ্ধান্ত রাশিয়ার জন্য স্পষ্ট হুমকি। সামরিক এই জোটের সম্প্রসারণ ইউরোপ বা বিশ্বকে স্থিতিশীল করবে না। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ জানান, ন্যাটো জোটে যোগদানের জন্য ফিনল্যান্ডের নেওয়া পদক্ষেপ অনুতাপের এবং একই ধরনের পাল্টা পদক্ষেপ গ্রহণের কারণ।

বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ঘোষণা দেন, অবিলম্বে তাদের ন্যাটো সামরিক জোটে যোগদানের আবেদন করা উচিত। 

ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য হুমকি কিনা জানতে চাইলে পেসকভ বলেন, অবশ্যই। ন্যাটোর সম্প্রসারণ আমাদের মহাদেশকে আরও স্থিতিশীল ও সুরক্ষিত করবে না।

তিনি বলেন, ফিনল্যান্ডের এই যোগদান রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ পদক্ষেপ।

রাশিয়ার পাল্টা পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র বলেন, সবকিছু নির্ভর করবে ন্যাটোর সম্প্রসারণ কেমন এবং আমাদের সীমান্তের কাছে কী মাত্রায় সামরিক অবকাঠামো স্থাপন করা হয় তার ওপর।  

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার আগ পর্যন্ত রাশিয়া ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের নীতি বজায় রেখেছিল ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

এবার দেশটি ন্যাটোতে যোগদান করতে যাচ্ছে। একই সঙ্গে তাদের প্রতিবেশী সুইডেনও জোটটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সুইডেনও এতদিন মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হওয়া থেকে নিজেকে বিরত রেখেছিল।