হিটলার বা স্ট্যালিনের চেয়ে বিপজ্জনক পুতিন: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অ্যাডলফ হিটলার বা জোসেফ স্ট্যালিনের চেয়ে বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি। তিনি পুতিনের ‘দানবীয় আদর্শ’-কে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ একটি প্রবন্ধে তিনি এই আহ্বান জানান।

মোভিয়েস্কি লিখেছেন, পুতিনের বিপজ্জনক আদর্শ তার অস্ত্রভাণ্ডারে থাকা ভয়ানক অস্ত্রের জন্য জোরদার হয়েছে। তার ইশারায় নতুন মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

পোলিশ প্রধানমন্ত্রী লিখেছেন, পুতিন হিটলার বা স্ট্যালিন নন। দুর্ভাগ্যবশত, তিনি আরও বিপজ্জনক। খুব বেশিদিন আগে নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি নিয়ে রাশিয়ার সঙ্গে তথ্যযুদ্ধে লিপ্ত ছিল পোল্যান্ড। আমরা জয়ী হয়েছি; কিন্তু পুতিন তার লক্ষ্য অর্জন করেছেন। তিনি ইন্টানেটে লাখো ফেক নিউজ ছড়িয়ে দিয়েছেন।

ইউক্রেনের বুচা, ইরপিন ও মারিউপোলের উদাহারণ তুলে ধরে তিনি লিখেছেন, এসব এলাকার সড়কগুলোতে নির্দোষ মানুষের রক্ত বহমান। তিনি উল্লেখ করেছেন, এটি স্ট্যালিন ও হিটলারের অভিশপ্ত আদর্শের ফিরে আসা তুলে ধরছে।

প্রবন্ধে তিনি রাশিয়ার হুমকির ঘটনায় পশ্চিমাদের বিরুদ্ধে আনন্দময় বিস্মৃতির অভিযোগ এনেছেন। মস্কো গত তিন দশক ধরে ইতিহাসের দানবদের পুনরুজ্জীবিত করে চলেছে।

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশটি। অস্ত্র দেওয়ার পাশাপাশি লাখো ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিচ্ছে পোল্যান্ড।  

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট