ইউক্রেনে অধিকাংশ বেসামরিক হতাহতের দায় রাশিয়ার: জাতিসংঘ

ইউক্রেন যুদ্ধে বেশিরভাগ বেসামরিক মানুষের হতাহতের জন্য রাশিয়াকে দায়ী করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট জানিয়েছেন, অধিকাংশ বেসামরিক মানুষের হতাহতের দায় রুশ বাহিনী এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিশেল ব্যাচেলেট বলেন, যদিও এই ধরনের ঘটনাগুলোতে সংঘাতের জন্য উভয় পক্ষকেই দায়ী করা যেতে পারে, তবে এই হতাহতের বেশিরভাগই রাশিয়ান সশস্ত্র বাহিনী এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলির জন্য হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অ্যাডলফ হিটলার বা জোসেফ স্ট্যালিনের চেয়ে বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি। তিনি পুতিনের ‘দানবীয় আদর্শ’-কে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ একটি প্রবন্ধে তিনি এই আহ্বান জানান।

মোভিয়েস্কি লিখেছেন, পুতিনের বিপজ্জনক আদর্শ তার অস্ত্রভাণ্ডারে থাকা ভয়ানক অস্ত্রের জন্য জোরদার হয়েছে। পুতিন হিটলার বা স্ট্যালিন নন। দুর্ভাগ্যবশত, তিনি আরও বিপজ্জনক।

ইউক্রেনের বুচা, ইরপিন ও মারিউপোলের উদাহারণ তুলে ধরে তিনি লিখেছেন, এসব এলাকার সড়কগুলোতে নির্দোষ মানুষের রক্ত বহমান। তিনি উল্লেখ করেছেন, এটি স্ট্যালিন ও হিটলারের অভিশপ্ত আদর্শের ফিরে আসা তুলে ধরছে।