মারিউপোলে আরও ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করছে: রাশিয়া

মস্কো জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রিত মারিউপোল শহরে আরও প্রায় সাতশ’ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। এতে ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার উল্লেখযোগ্য অর্জন হয়েছে। এদিকে সবশেষ যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস ফের সচল করেছে।

মারিউপোলের সেনানিবাসকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। তবে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের চূড়ান্ত ফলাফল এখনও অমীমাংসিত রয়ে গেছে।

আজভস্টল কারখানায় ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডাররা এখনও থেকে গেছেন বলে জানিয়েছেন ওই এলাকার নিয়ন্ত্রণে রাখা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন। তবে এসব যোদ্ধার ভাগ্য নিয়ে প্রকাশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন।

গত মঙ্গলবার ২৫০ জনেরও বেশি সেনার আত্মসমর্পণের কথা নিশ্চিত করেছে ইউক্রেন। তবে এখনও কত জন ভেতরে রয়েছে সে বিষয়ে কিছু বলেনি তারা।

বুধবার রাশিয়া জানিয়েছে আরও ৬৯৪ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। এনিয়ে মোট ৯৫৯ সেনা আত্মসমর্পণের কথা জানালো তারা। আজভস্টলে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় যোদ্ধারা চিকিৎসা সেবা পাচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স