ডনবাসের পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’: জেলেনস্কি

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনবাসের যুদ্ধ পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ, গত কয়েকদিন ধরে স্লোভিয়ানস্ক ও সেভেরোডোনেটস্কে ব্যাপকভাবে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। শনিবার রাতের ভাষণে এ কথা জানান তিনি। রবিবার সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

কিয়েভসহ ইউক্রেনের অনেক জায়গায় থেকে পিছু হটে এখন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা বাড়িয়েছে রাশিয়ার সেনারা। এর মধ্যে ডনবাস অঞ্চলের লুহানস্ক ও ডোনেস্ক অন্যতম। চলতি মাসে কামান ও বিমান থেকে হামলা চালানো হচ্ছে। হামলায় বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে জেলেনস্কির সরকার। এই পরিস্থিতিতে এলাকা ছেড়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষে।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে ডনবাসের বিভিন্ন দিক থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। ডনবাসের সবশেষ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া হামলা চালিয়ে গেলেও প্রতিহত করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। আমাদের প্রতিরোধ যোদ্ধারা রাশিয়াকে আক্রমণাত্মক পরিকল্পনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা বিজয়ের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।