২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের ২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইউক্রেনকে তার বন্দরগুলোকে অবরোধমুক্ত করতে সহায়তা না করে তবে জ্বালানি সংকটের পর খাদ্য সংকট দেখা দেবে।

চলমান সংকট নিরসনে সামরিক সমাধান একটি উপায় হতে পারে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, এই কারণেই ইউক্রেন তার অংশীদারদের কাছ থেকে প্রাসঙ্গিক অস্ত্র চাইছে।

এদিকে শনিবার রাতের ভাষণে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনবাসের যুদ্ধ পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ হিসেবে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। কারণ, গত কয়েকদিন ধরে স্লোভিয়ানস্ক ও সেভেরোডোনেটস্কে ব্যাপকভাবে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।