বন্দি বিনিময়ের জন্য কিয়েভ প্রস্তুত: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিয়ে মস্কোর ওপর চাপ প্রয়োগ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও লিংকের মাধ্যমে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বন্দি বিনিময়ের বিষয়টি মানবিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন জেলেনস্কি।

রাজনৈতিকভাবে, শক্তিশালী ব্যবসার মাধ্যমে, ব্যবসা বন্ধ করার মাধ্যমে, তেল নিষেধাজ্ঞার মাধ্যমে এবং এই হুমকিগুলোর মাধ্যমে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ভলোদিমির জেলেনস্কি বলেন, আমাদের রাশিয়ান সেনাদের দরকার নেই। আমাদের কেবল আমাদের লোকজনকেই দরকার। এমনকি আগামীকালও আমরা বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত।

এদিকে ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের একটি পার্বত্য অ্যাসল্ট ব্রিগেডের সামরিক সরঞ্জাম ধ্বংস করতে কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে চারটি ক্যালিবার মিসাইল নিক্ষেপ করা হয়েছে।