‘লুহানস্ক অঞ্চলে ১০ হাজার রুশ সেনা’

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেস্ক নিয়ে গঠিত ডনবাস। লুহানস্কে ব্যাপক সামরিক উপস্থিতির কথা জানিয়েছেন স্থানীয় গভর্নর সেরহি হাইদাই। তিনি বলেন, লুহানস্ক অঞ্চলে প্রায় ১০ হাজারের মতো রুশ যোদ্ধা অবস্থান করছে।

ইউক্রেনের টেলিভিশনে সাক্ষাৎকারে গভর্নর বলেন, ইউনিট গুলো স্থায়ীভাবে লুহানস্ক অঞ্চলে রয়েছে। তারা যেকোনও দিক থেকে জয়লাভের চেষ্টা চালাচ্ছে।

এদিকে ডনবাসের বর্তমান পরিস্থিতিকে ‘খুব কঠিন’ হিসেবে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। অঞ্চলটির রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদারের কথাও জানান তিনি। তিনি বলেন, ডনবাস আবারও ইউক্রেনের হবে। এমনকি রাশিয়া যদি সেখানে ধ্বংস ডেকে আনে, তারপরও কিয়েভ প্রতিটি শহর, প্রতিটি সম্প্রদায়কে পুনর্গঠন করবে। এর কোনও বিকল্প নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু করার পর থেকেই রাশিয়া বলে আসছে যে, তার সেনাবাহিনী ডনবাসকে পুরোপুরি মুক্ত করার জন্য লড়াই করছে। রুশ অভিযান শুরুর আগে থেকেই মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছিল।

যদিও নতুন করে রাশিয়ার অভিযান শুরুর পর সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা।

সূত্র: আল জাজিরা।