পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি’ আলোচনার আহ্বান ফ্রান্স-জার্মানির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি এবং গুরুতর আলোচনা’ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। এ বিষয়ে পুতিনের সঙ্গে ৮০ মিনিট ধরে তারা কথা বলেছেন। জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ফোনালাপের সময় দুই দেশের নেতা অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাশিয়ান সেনা প্রত্যাহারের ওপর জোর দেন বলে জানানো হয়েছে।

এদিকে ক্রেমলিন বলছে, পুতিন দুই নেতাকে জানিয়েছেন, মস্কো ও কিয়েভের মধ্যে পুনরায় সংলাপ শুরুর বিষয়টি সব সময় উন্মুক্ত থাকছে। তবে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ‘আগ্রহী’ নন, তবে সংঘাতের অবসান চান।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের প্রতিনিধিদল সরাসরি ও ভার্চুয়ালি একাধিক দফা আলোচনায় বসেছে, কিন্তু সমাধানের প্রচেষ্টা বারবারই থেমে গেছে।

শনিবারের (২৮ মে) ফোনালাপে ফ্রান্স ও জার্মানি পুতিনকে মারিউপোলের আজভস্টাল স্টিলওয়ার্কসে যুদ্ধবন্দি হিসাবে  আড়াই হাজার ইউক্রেনীয় যোদ্ধাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তৃত কারখানাটি দক্ষিণ বন্দর শহরের শেষ হোল্ডআউট এবং রাশিয়ান বাহিনীর নিরলস বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।