ইউক্রেনকে ড্রোন দিতে লিথুয়ানিয়ায় গণচাঁদা সংগ্রহ

ইউক্রেনকে আধুনিক প্রজন্মের তুরস্কের 'বায়রাখতার' ড্রোন কিনে দিতে অর্থ সংগ্রহে নেমেছেন লিথুয়ানিয়ার জনগণ। তহবিল সংগ্রহকারীদের আহ্বানে বেশ সাড়া পড়েছে। তিনদিনেই ৫৪ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে বাল্টিক অঞ্চলের লিথুয়ানিয়ার জনগণ। খবর ব্লুমবার্গ ও রয়টার্সের।

এই তহবিলে তুরস্কের ‘বায়রাখতার টিবি২’ সামরিক ড্রোন কেনা হবে। লিথুয়ানিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বেশতা পেত্রো বলেন, ইতিহাসে এই প্রথম বায়রাখতার কিনতে সাধারণ মানুষ অর্থ সংগ্রহে নেমেছে।

প্রতিবেদনে বলা হয়, লিথুয়ানিয়া ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর লিথুয়ানিয়াতে ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহ  শুরু হয়।

আরও বলা হয়েছে, লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তুরস্কের সঙ্গে চুক্তি করতে শিগগিরই আঙ্কারা যাবেন।

জানা গেছে, সাংবাদিক আন্দ্রিয়াস তাপিনাসের এই উদ্যোগ নেন।  খবরের মাত্র দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থ সহায়তায় এগিয়ে আসেন হাজার হাজার মানুষ।

উল্লেখ্য, ইউক্রেনের কাছে অন্তত ১‌২টি তুরস্কের নির্মিত বায়রাখতার টিবি২ ড্রোন রয়েছে। তাদের কাছে আরও ৩৬টি অতিরিক্ত ইউনিট থাকতে পারে। এই ড্রোন ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহারে বেশ সফলতা পেয়েছে কিয়েভ।

বায়রাখতার টিবি২-এর মতো বর্তমান প্রজন্মের ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান হামলা এবং ইলেক্ট্রনিক্স যুদ্ধাস্ত্র শনাক্ত করতে সক্ষম। বায়রাখতার টিবি২-এর গতি ধীর, আকারে বড়, কম উচ্চতায় উড়তে সক্ষম এবং দূরনিয়ন্ত্রিত হওয়ায় এটি সহজে আঘাত হানতে পারে। তুলনামূলক দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেক্ট্রনিক্স যুদ্ধাস্ত্র ফাঁকি দিয়ে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে এটি। এছাড়া নাগোরনো-কারবাখ এবং লিবিয়ায় এর সফলতার জন্য পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও খানিকটা দায়ী।