এরদোয়ানের উদ্যোগকে স্বাগত জানালেন পোপ ফ্রান্সিস

ইউক্রেন যুদ্ধ অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত লুৎফুল্লাহ গোকতাসের সঙ্গে বৈঠককালে এরদোয়ানের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

টুইটারে দেওয়া পোস্টে পোপ ফ্রান্সিসের সঙ্গে নিজের বৈঠক নিয়ে কথা বলেছেন রাষ্ট্রদূত লুৎফুল্লাহ গোকতাস। তিনি বলেন, ‘সংঘাতের শুরু থেকেই উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং শান্তির জন্য কাজ করা তুরস্কের প্রতি পোপ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

লুৎফুল্লাহ গোকতাস বলেন, কেবল কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সমাধান মিলতে পারে, যুদ্ধের মাধ্যমে নয়। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আলোচনা শুরুর একমাত্র উপায় হলো কূটনীতি।

পোপের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধ অবসানে তুরস্কের কূটনৈতিক উদ্যোগ এবং মানবিক সহায়তা সম্পর্কে অবহিত করেন তুর্কি দূত। জানান, প্রেসিডেন্ট এরদোয়ান এখনও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনর্মিলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।