এরদোয়ানের সঙ্গে আলোচনা পুতিনের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ফোনে কথা হয় দুই নেতার। এ সময় বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলাপ হয় তাদের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এরদোয়ান পুতিনকে বলেছেন, যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা দরকার। ইস্তাম্বুলে রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকের পর সম্ভাব্য পর্যবেক্ষণ ব্যবস্থায় ভূমিকা রাখতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

এর আগে গত সপ্তাহে তুরস্কের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইউক্রেন থেকে শস্য রফতানির জন্য একটি সমুদ্র করিডোর খোলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে আঙ্কারা।