ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদারের প্রতিশ্রুতি ফ্রান্সের

ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং এটিকে আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। সোমবার কিয়েভ সফরে গিয়ে এমন প্রতিশ্রুতি দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটিই তার প্রথম সফর। এই সফরে ইউক্রেনকে ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করেন ক্যাথরিন কোলেনা।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এ সফরে গেলেন যখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফ্রান্সের বিরুদ্ধে ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সাংবাদিকদের জানিয়েছেন, ফরাসি মন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি আর্টিলারি সরবরাহের বিষয়টি উত্থাপন করেছেন।

ফ্রান্স এ পর্যন্ত কিয়েভকে প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে বলেও জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসব সহায়তার মধ্যে মিলান অ্যান্টি-ট্যাংক মিসাইল, সিজার স্বচালিত হাউইটজার, বন্দুক ও শেলও রয়েছে।

অস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে প্রার্থীর মর্যাদা লাভে সাহায্য করতে ফ্রান্সের সহায়তা কামনা করেন দিমিত্রি কুলেবা। উত্তরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তাকে কিয়েভের ‘বৈধ অনুরোধ’ বিবেচনার কথা জানান।