ইসরায়েলি গুলিতে ২৪ ঘণ্টায় তৃতীয় ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩ ফিলিস্তিনি। বৃহস্পতিবার (২ জুন) নিহতের সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

খবরে বলা হয়েছে, বেথলেহেমের কাছের ধেশেহ শরণার্থী শিবিরে সংঘর্ষ হয়। মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আইমান মুহাইসেন (২৯)।

এদিকে বুধবার ভোরে ছুরি নিয়ে ইসরায়েলি সেনাদের দিকে আসা এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় ফিলিস্তিনি নিহত হন। এর আগে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আরও একজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রসী কর্মকাণ্ডে জড়িতে সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে গ্রেফতারে ধেশেহত শিবিরে প্রবেশ করে তারা। এসময় তাদের পেট্রোল বোমা হামলার শিকার হতে হয়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের হাসপাতালে এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল। নিহতের বুকে বুলেটের আঘাত পাওয়া যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, অভিযান থেকে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে তারা।

সম্প্রতি ফিলিস্তিনিতে ইসরায়েলি বাহিনীর দমন পীড়নের ঘটনা বেড়েছে বলে অভিযোগ ফিলিস্তিনি কর্তৃপক্ষের।