খনিজ পদার্থ সরিয়ে নিতে মারিউপোলে ফের রুশ জাহাজ

ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলে থেকে আরও খনিজ পদার্থ সরিয়ে নিতে দ্বিতীয় জাহাজ পাঠিয়েছে রাশিয়া। বন্দর কর্তৃপক্ষের বরাতে তাস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রাশিয়ার বিশাল একটি কার্গো জাহাজ মারিউপোল বন্দর পৌঁছেছে।   

ইউক্রেনের প্রচুর খনিজ পদার্থ মারিউপোলে রয়েছে। এসব রাশিয়াতে পাচার করতেই বন্দরে জাহাজ পাঠিয়েছে মস্কো। ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে রাশিয়া জোরপূর্বক মারিউপোল দখলে নেওয়ার পর এটি রাশিয়ার পাঠানো দ্বিতীয় জাহাজ।

মারিউপোল থেকে রাশিয়ার বিরুদ্ধে মূল্যবান খনিজ পদার্থ লুটপাটের অভিযোগ এনেছে কিয়েভ। ইউক্রেনে রাশিয়া আক্রমণের আগে মারিউপোল বন্দরে ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের প্রায় ২ লাখ টন মূল্যের খনিজ ও ঢালাই লোহা ছিল।

সূত্র: আল জাজিরা।