হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ টাগবোটে হামলার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, কৃষ্ণ সাগরে তাদের ছোড়া দুটি হারপুন ক্ষেপণাস্ত্র রুশ নৌবাহিনীর ভাসিলি বেখ টাগবোটে আঘাত করেছে। শুক্রবার এই দাবির কথা জানায় তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত জাহাজ-বিধ্বংসী রকেট দিয়ে রুশ নৌযানে হামলার বিষয়টি এই প্রথম ঘোষণা করলো ইউক্রেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ অধিদফতর টেলিগ্রাম অ্যাপ-এ এই তথ্য প্রকাশ করেছে। এতে একটি ভিডিও যুক্ত করা হয়েছে, যা হারপুন ক্ষেপণাস্ত্র হামলার বলে দাবি করা হয়েছে। এতে দেখা গেছে, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র আঘাত করছে।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই ফুটেজের সত্যতা যাচাই নিশ্চিত করা সম্ভব হয়নি।