‘সর্বশেষ রুশ সেনা ইউক্রেন ছাড়লেই কেবল আলোচনা’

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ইউক্রেন থেকে রাশিয়ার সর্বশেষ সেনা ছেড়ে যাওয়ার পরই শান্তি আলোচনা সম্ভব। বিবিসিকে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।

সাবেক এই বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ইউক্রেনের ২৪ বছর বয়সী আলোচিত স্বেচ্ছাসেবক যোদ্ধা রোমান রাতুশনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। সে চলতি মাসের শুরুতে খারকিভ অঞ্চলের ইজিয়ামে নিহত হন।

এ সময় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্ন উত্তরে ভিটালি বলেন, ‘রাশিয়া একটি সমঝোতার কথা বলেছিল। একটা সমাধান বের করা যাক। তারা আসলে কী সম্পর্কে কথা বলছে? কোনও আপস? ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়া নিয়ে কোনও আপস নয়’।

তিনি আরও বলেন, ‘শেষ রুশ সেনা যদি ইউক্রেন ছেড়ে চলে যায়, তবে কথা বলার সময় হবে কিন্তু এখনও তা হয়নি। রাশিয়ানদের অবশ্যই আমাদের মাতৃভূমি থেকে যেতে হবে’।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। তাদের প্রতিহতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ।

সূত্র: বিবিসি।