রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবর সংবাদমাধ্যম আল জাজিরা’র।

রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারের কর্মকর্তারা জানিয়েছেন, দুইবার হামলা হয়েছে। প্রথম ড্রোনটি সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আঘাত হানলে বিস্ফোরণে ঘটে। দ্বিতীয়টি ৯টা ২৩ মিনিটের দিকে। 

শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রোস্তভ অঞ্চলের সবচেয়ে বড় তেল শোধনাগার। প্ল্যান্ট কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা মনে করছি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে পশ্চিম সীমান্ত থেকে এই হামলা চলানো হয়েছে। আমাদের কোনও কর্মী হতাহত হয়নি এবং নিরাপত্তার স্বার্থে কারখানার কাজ বন্ধ রাখা হয়।

হামলায় এখনও কোনও পক্ষ দায় স্বীকার করেনি। রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেন, তেল শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শোধনাগারে দুটি ড্রোনের টুকরো পাওয়া গেছে।