ইউক্রেনীয় বাহিনীকে সেভেরোডনেস্ক ছাড়তে হবে: গভর্নর

ইউক্রেনের সেভেরোডনেস্ক শহরের বেশিরভাগ এলাকা রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে স্বীকার করেছেন লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহাই গাইদাই। শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে।

সেরহাই গাইদাই বলেন, ‘কেবল সেখানে থাকার খাতিরে মাসের পর মাস ধরে টুকরো টুকরো অবস্থানে থাকার কোনও অর্থ হয় না’।

কোন জায়গা থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করা হবে কিংবা কোন সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি গভর্নর গাইদাই।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, রুশ বাহিনীর ঘিরে ফেলা এড়াতে লিসিচানস্ক থেকে কিছু ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা হয়েছে।

রাশিয়া যদি সেভেরোডনেস্ক এবং লিসিচানস্ক উভয় শহরের নিয়ন্ত্রণ নেয় তাহলে তারা পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। আর লুহানস্ক ও ডনেস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস এলাকা। এই এলাকার নিয়ন্ত্রণ নেওয়াই এখন রাশিয়ার মূল লক্ষ্য।

সূত্র: আল জাজিরা