রুশবিরোধী নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, নিষেধাজ্ঞার তখনই ইতি ঘটবে, যখন পুতিন এটা স্বীকার করবেন যে, ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না। বরং সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মানিতে তিন দিনের জি-৭ শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন ওলাফ শলৎস। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ওপর আরোপ করা যাবতীয় নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ডনবাসের উস্কানিমূলক বিদ্রোহের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারেও একই কথা প্রযোজ্য।

এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো অনেক বেশি গুরুতর বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর।

তিনি বলেন, এখানে একটি মাত্র উপায় আছে। সেটি হচ্ছে পুতিনের এটা মেনে নেওয়া যে, ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না।