দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম চ্যালেঞ্জের মুখে ন্যাটো

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ৩০ সদস্য রাষ্ট্রের জোটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম সংকট মোকাবিলা করছে। ইউক্রেনে রুশ আক্রমণ জোটের জন্য একটি সরাসরি হুমকি। বুধবার স্পেনের মাদ্রিদে জোটের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

স্পেনে ন্যাটো সম্মেলনে ৩০ দেশের নেতারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় নতুন কৌশলগত ফ্রেমওয়ার্কের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তারা চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলার পথ নিয়েও আলোচনা করবেন।

এই সম্মেলনের আগেই ঘোষণা দেওয়া হয়েছে জোটের সেনা সংখ্যা বাড়ানো হবে। পূর্ব ইউরোপে জোটের উপস্থিতি শক্তিশালী ও হাই রেডিনেস ফোর্সে সেনা সংখ্যা ৩ লাখ করা হবে।

স্টোলটেনবার্গ জানিয়েছেন, মাদ্রিদের সম্মেলন হবে নিরাপত্তা জোটের জন্য ঐতিহাসিক ও রূপান্তরধর্মী। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকট যখন আমরা মোকাবিলা করছি তখন এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মহাসচিব বলেছেন, জোটের নেতারা আমাদের নিরাপত্তার জন্য রাশিয়া যে সরাসরি হুমকি তা স্পষ্টভাবে তুলে ধরবেন।

তিনি বলেন, চীন ন্যাটোর শত্রুর নয়। কিন্তু আমাদের মূল্যবোধ, আমাদের স্বার্থ ও আমাদের নিরাপত্তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।