একদিনে ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় জানালো ক্রেমলিন

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পাঁচ মাসে গড়িয়েছে। পশ্চিমা বিভিন্ন দেশের নেতা ও সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। এমন অবস্থায় রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানালো একদিনেই শেষ হয়ে যেতে পারে যুদ্ধ। তবে এজন্য কিয়েভকে আত্মসমর্পণ করতে হবে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি ইউক্রেনীয় সেনাদের অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দেন তাহলে তাৎক্ষণিকভাবেই আক্রমণ বন্ধ হতে পারে।

পেসকভ বলেন, আজকের দিন শেষ হওয়ার আগেই সবকিছু থামাতে পারে ইউক্রেন। আমাদের একটি নির্দেশ প্রয়োজন, জাতীয়তাবাদী ইউনিটকে অস্ত্র নামিয়ে রাখতে হবে, ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে হবে এবং রাশিয়ার দেওয়া শর্ত পূরণ করতে হবে। দিন শেষ হওয়ার আগেই সবকিছু থামানো যায়। বাকিটা নির্ভর করছে ইউক্রেন রাষ্ট্রের প্রধানের চিন্তা-ভাবনার ওপর।

ইউক্রেনে চলমান আক্রমণে রাশিয়া কয়েকটি শহর দখল করলেও এখন পর্যন্ত স্পষ্টভাবে জয়ী হিসেবে সামনে আসতে পারেনি। ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর দ্রুত কিয়েভ দখলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া। কিয়েভ দখলের আশা ছেড়ে তারা পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভুত করে। কয়েক দফা আলোচনায় বসলেও কোনও সমাধান হয়নি। ইউক্রেন জানিয়েছে, তারা ভূখণ্ডের বিনিময়ে কোনও সমঝোতা করবে না। আর রাশিয়া বলছে, তাদের দাবি না মানলে আক্রমণ অব্যাহত থাকবে। এমন অবস্থায় যুদ্ধটি এক ধরনের অচলাবস্থায় রয়েছে।

মঙ্গলবার পেসকভের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইউক্রেনে তাদের সামরিক অভিযান সম্পূর্ণ হওয়ার কোনও নির্দিষ্ট সময়সীমা রয়েছে কিনা। জবাবে তিনি বলেছেন, না।

তার কথায়, আমরা শুধু আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে চলছি। বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা মতো চলছে এবং লক্ষ্য অর্জন করছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেন ও পশ্চিমারা রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে।