কোপেনহেগেনে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

ডেনমার্কের রাজধানী কোপেনেহেগেনের একটি শপিং মলে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন নিহতহয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ডেনমার্ক পুলিশ জানিয়েছে রবিবার রাজধানীর ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হতাহতদের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ শপিং মলের অভ্যন্তরে ছোটাছুটি করছে আর ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের বিশৃঙ্খল অবস্থার বর্ণনা দিয়েছেন। প্রত্যক্ষদর্শী এমিলি জেপেসেন বলেন, ‘জানা যায়নি কী ঘটেছে। হঠাৎ করে শুধু চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয়’। আরেক প্রত্যক্ষদর্শী মাহদি আল-ওয়াজনি বলেন, হামলাকারী একটি ‘হান্টিং রাইফেল’ বহন করছিল।

তবে এই ঘটনায় আক্রান্ত কিংবা হামলাকারীদের নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ডেনমার্ক পুলিশ। তবে তারা জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘ব্যাপক উপস্থিতি’ নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার ঘটনায় মৃত্যুর কথা নিশ্চিত করে পুলিশ প্রধান সোরেন থমাসেন জানান হামলার সঙ্গে সংশ্লিষ্টতায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। কিন্তু সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

কোপেনহেগেনের মেয়র সোপি অ্যান্ডারসন টুইটারে লিখেছেন, হামলায় কতজন আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। তবে ঘটনাটি ‘খুবই মারাত্মক’ বলে জানিয়েছেন তিনি।

ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারটি ডেনমার্কের সবচেয়ে বড়। এতে ১৪০টির বেশি দোকান ও রেস্টুরেন্ট রয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন