যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার প্রস্তাব রুশ আইনপ্রণেতার

রাশিয়ার একজন আইনপ্রণেতা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণার জন্য। তিনি দাবি করেছেন, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। যা দিয়ে তারা রুশ শহরে হামলা চালাচ্ছে। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পার্লামেন্ট ডুমার ডেপুটি ওলেগ মরোজোভ এই প্রস্তাব দিয়েছেন। রবিবার ইউক্রেনের সীমান্তবর্তী শহর বেলগোরোদে হামলার পর তিনি এই প্রস্তাব দিলেন। হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য মরোজোভ অভিযোগ করেছেন যে, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, এখন এটি স্পষ্ট হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য কাজে লাগিয়ে রুশ শহরে ইউক্রেন হামলা চালাচ্ছে। এটি যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়া এবং রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ।

রুশ আইনপ্রণেতা আরও বলেন, এটি আন্তর্জাতিক সব মঞ্চে উন্মুক্তভাবে বলা উচিত। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিশেষ বৈঠক ডাকা এবং যুক্তরাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে বেলগোরোদ ও ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে কিয়েভ হামলা চালাচ্ছে বলে মস্কো অভিযোগ করে আসছে। শহরটি সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।